আজ ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

৫৯ বিজিবির উদ্যোগে মাদকের বিরুদ্ধে প্রচার-প্রচারণা

 

শিবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা
মোঃ কাওসার আলী

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি), চাঁপাইনবাবগঞ্জ কর্তৃক তেলকুপি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন উপলক্ষ্যে মাদক বিরোধী লিফলেট বিতরণ এবং জনসচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় বক্তারা মাদকের কুফল, মাদকের ভয়াল থাবা, মাদক সেবনের পরিণতি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সম্পর্কে তুলে ধরে বক্তব্য রাখেন। তাছাড়াও সীমান্ত দিয়ে যাতে কোন মাদক পাচার না হয়। কেউ যাতে সীমান্ত অতিক্রম না করে, যারা মাদকের সাথে জড়িত তাদেরকে সামাজিকভাবে বয়কট করা, বিজিবিকে তথ্য দিয়ে সাহায্য করা এবং মাদক সেবন ও পাচার প্রতিরোধে নিজ নিজ অবস্থান থেকে সর্বাত্মক সহযোগী করার আহব্বান জানান।

সাংবাদিক কাওসার আলির সঞ্চালনায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ বেলাল হোসেন, সহকারী পরিচালক; মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি), চাঁপাইনবাবগঞ্জ। সভাপতিত্ব করেন, মোহাম্মদ নিজামুল হক, চেয়ারম্যান; শাহবাজপুর ইউনিয়ন পরিষদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুহাঃ কাসেদ আলি ও সভাপতি, আলোর পথে স্বেচ্ছাসেবী সংগঠন। মোহাঃ বাদশাহ আলী মেম্বার, বিনোদপুর ৯ নং ওয়ার্ড মোঃ মুনিরুল ইসলাম মেম্বার, মোঃ আব্দুর রশিদ মেম্বার শাহবাজপুর ইউনিয়ন পরিষদ। এসময় মহানন্দা ব্যাটালিয়নের অধীনস্থ এলাকার (সকল) কোম্পানি কমান্ডার, সকল ক্যাম্প কমান্ডার বৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com