ফরিদপুর প্রতিনিধি।
বাংলাদেশ ইলেকট্রিশিয়ান ফেডারেশন কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম কে আলফাডাঙ্গা ও বোয়ালমারী উপজেলা শাখা কমিটির পক্ষ সংবর্ধনা প্রদান করা হয়েছে।
২৮ জুন শনিবার সন্ধ্যায় বাংলাদেশ ইলেক্ট্রিশিয়ান ফেডারেশন আলফাডাঙ্গা উপজেলা শাখার অস্থায়ী কার্যালয়ে তাকে ফুলের শুভেচ্ছা দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে মো.শহিদুল ইসলাম বলেন, আমি আপনাদের সমর্থন ও ভালোবাসায় কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছি। আমাকে আপনারা সব সময় আপনাদের সুখে দুঃখে পাশে পাবেন। আমি আপনাদের জন্য সর্বোচ্চ ফোরাম কেন্দ্রীয় কার্যালয়ে কথা বলতে চাই। আপনাদের জন্য কাজ করতে চাই। আপনারা আমার পাশে ছিলেন বলেই এ বিজয় সম্ভব হয়েছে।
এভাবেই সবসময় আমার পাশে থাকবেন।বাংলাদেশ ইলেক্ট্রিশিয়ান ফেডারেশের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত ও উন্নয়ন করাই আমার প্রধান কাজ। আমাদের জেলায় ইলেকট্রিশিয়ান ভাইদের অনেক সমস্যা আছে সবই এক এক করে সমাধান করবো ইনশাআল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন- আলফাডাঙ্গা উপজেলা শাখার উপদেষ্টা মন্ডলির সদস্য মোঃ হারুন অর রশিদ,, মোহাম্মদ কামরুল হক ভূঁইয়া, মো: হাফিজুর রহমান খন্দকার ও আব্দুল শুকুর কাজী।
এছাড়া আরও উপস্থিত ছিলেন- উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আবুল বাশার, সহ-সভাপতি ইউনুস আলী, সাধারণ সম্পাদক রামিম হাসান, সহ সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার বিশ্বাস, টুটুল খান, সাংগঠনিক সম্পাদক সৈয়দ আলী, অর্থ বিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ, প্রচার সম্পাদক আব্দুল জব্বার কাজী ও উপজেলা শাখা কমিটি, উপ কমিটির সদস্য বৃন্দ।
Leave a Reply