আজ ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

১৯ মামলার আসামী হিরোইন সহ পুলিশের হাতে আটক

 

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ)সংবাদদাতা: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে হেরোইনসহ শীর্ষ মাদক ব্যবসায়ী লালচাঁন (৩১)কে আটক করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার কানসাট বাগানবাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত হিরোইন ব্যবসায়ী উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের পলাশবাড়ি গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে। শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে এসআই ইমরানের নেতৃত্বে একদল পুলিশ কানসাট বাগানবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ২০০ গ্রাম হেরোইনসহ ব্যবসায়ী লালচাঁন আটক করে। তিনি আরো বলেন, লালচাঁন শুধু মাদক ব্যবসায়ীই নয় সে দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায়,ছিনতাই ডাকাতি, চুরি ও ইয়াবা, হিরোইন, ফেনসিডিল সহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসা করে আসছিলেন তার বির“দ্ধে ডাকাতি, ছিনতাই ও অস্ত্রসহআগের ১৯টি মামলা বিচারাধীন রয়েছে। হেরোইন মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com