আজ ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

সালথায় ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক 

 

টুটুল শেখ ,সালথা প্রতিনিধি :

ফরিদপুরের সালথায় ১১০ পিস ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৭ জুন) দিবাগত রাতে উপজেলার নটখোলা ও বাসুয়ারকান্দী গ্রাম এলাকা থেকে পৃথক পৃথক ভাবে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে সালথা থানা পুলিশ।

আটককৃতরা হলেন- সোনাপুর ইউনিয়নের নটখোলা গ্রামের ডালিম মাতুব্বরের ছেলে সাগর মাতুব্বর (২০) ও গট্টি ইউনিয়নের বাসুয়ারকান্দী গ্রামের মফিজ মোল্যার ছেলে আরিফ মোল্যা (৩০)।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আতাউর রহমান বলেন, গোপন সাংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাতে উপজেলা সোনাপুর ইউনিয়নের নটখোলা গ্রামে অভিযান চালিয়ে সাগর মাতুব্বরকে ৮০ পিস ইয়াবা টেবলেটসহ আটক করা হয়।

এ ছাড়াও একই রাতে উপজেলার গট্টি ইউনিয়নের বাসুয়ারকান্দি গ্রাম এলাকা থেকে আরিফ মোল্যাকে ৩০ পিস ইয়াবাসহ আটক করা হয়। আটককৃত উভয়কে শনিবার সকালে ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com