টুটুল শেখ ,(ফরিদপুর) সালথা প্রতিনিধি :
ফরিদপুরের সালথায় এলাকার আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় বেশ কয়েকটি বাড়িঘর ভাংচুর করা হয়েছে।
আজ রবিবার (২৯ জুন) সকাল ১০ টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের মেহেরদিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এলাকাবাসী জানান, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে মেহেরদিয়া গ্রামের নুরইসলাম মুন্সীর সঙ্গে প্রতিপক্ষের সালাউদ্দিন কাজীর বিরোধ চলে আসছিল।
এ বিরোধের জেরে শনিবার রাতে নুরইসলাম মুন্সীর সমর্থক মো. জিলু মোল্যাকে মারধর করে সালাউদ্দিন কাজীর সমর্থকরা।পরে স্থানীয় বিনোকদিয়া বাজারের ওপর থেকে সালাউদ্দিন কাজীর ভাই জালাল কাজী ও তার ছেলে শাহীন কাজীকে পাল্টা মারধর করে নুরইসলাম মুন্সীর ছেলে মামুন ও রিপন।
এরই জেরে রবিবার সকালে নুরইসলাম মুন্সী ও সালাউদ্দিন কাজীর সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় অন্তত ৫টি বসতঘর ভাংচুর করা হয়।
এতে জিলু মোল্যা, জালাল কাজী,পান্নু মোল্যা, মিনারা বেগমসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিবেশ শান্ত রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
Leave a Reply