শহিদুল ইসলাম :ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের আলফাডাঙ্গায় মায়ের সঙ্গে অভিমান করে ১০ বছরের, মাদ্রাসার নাজেরা বিভাগে পড়ুয়া ছাত্রের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা ।
ঘটনাটি ঘটেছে বুড়াইচ ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের আবু নাসের শেখের ১০ বছরের মাদ্রাসা পড়ুয়া ছেলে হাসিব শেখ।
২৯ জুন রবিবার সন্ধ্যা আনুমানিক ৬:৩০ মিনিটের সময় ঘরের ভিতরে আড়ার সঙ্গে রশি গলায় পেচিয়ে আত্মহত্যা করেছে বলে তার পারিবারিক সূত্রে জানা যায়।
স্থানীয়রা জানান, বিকালে পাকুড়িয়া হাইস্কুল মাঠে
প্রতিদিনের মতো খেলাধুলা করেছে হাসিব শেখ।
হাসিবের মা হাসি বেগম আর্তনাত করে কান্না জড়িত কন্ঠে বলেন আমার সোনা পাখি দক্ষিণ শিরগ্রাম মাদ্রাসায় নাজেরা বিভাগে পড়তো।
হাসিব আর শিরগ্রাম মাদ্রাসায় পড়বে না তাই তাকে কামারগ্রাম মাদ্রাসায় ভর্তি করবো বলে সিদ্ধান্ত নিছি।
হাসিবের মা হাসি বেগম আরো বলেন আমি ওকে বলেছি যে বাবা এখনতো হাতে টাকা পয়সা নেই যোগাড় করতে পারলে, তারপর তোমাকে কামারগ্রাম মাদ্রাসায় ভর্তি করে দিব। কিন্তু সে কেন কি জন্য গলায় দড়ি দিলো এটাইতো বুঝতে পারলাম না।
এ ঘটনায় ওই এলাকায় গ্রামবাসী সহ স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
আলফাডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরোতহাল রিপোর্ট করেছেন।
Leave a Reply