আজ ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

ডুয়াম -এর ২০২৪-২০২৫ বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

ঢাকা প্রতিনিধি :

৪-ই জুলাই ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন, মালয়েশিয়া (ডুয়াম)-এর আয়োজনে “স্কলারশিপ অ্যাওয়ার্ড সেরিমনি ২০২৪-২০২৫” অনুষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজের এমবিএ ভবনে অনুষ্ঠিত হয়েছে।

মহাগ্রন্থ আল-কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
ডুয়াম -এর সভাপতি সুরাইয়া নাহারের সভাপতিত্বে ও শামছুল হকের সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের স্কলারশিপ কমিটির সভাপতি আব্দুল বাশির। তিনি বলেন, “মেধা ও সৃজনশীলতার সমন্বয়ে তরুণদের এগিয়ে আসতে হবে। তাদেরই ভবিষ্যতে বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করার দায়িত্ব নিতে হবে।”
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, “তোমাদের উদ্ভাবনী চিন্তা ও নেতৃত্বগুণ দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডুয়াম – এর সদস্য, সোহানুল হক, মারুফ ইসলাম, ও নাজমুল ইসলাম, ইনকিলাব মঞ্চ এর আহবায়ক মোঃ শরিফ উসমান হাদি, আহবায়ক, স্বাধীনতা সার্বভেীমত্ব রক্ষা কমিটি স্বারক সাঈদ আহমেদ সরকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. আরিফুল ইসলাম অপু, গবেষক আলজাজিরা ইউনিভাসিটি ড. খালেদ হোসেন, সাবেক বিএসইউএম সভাপতি ড. ফয়জুল হক ও রবিউল ইসলাম, উত্তরা ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. গোলাম মুর্শেদ, এনটিভির নিউজ প্রেজেন্টার সারমিন নাহার লিনা, মোনাশ ইউনিভার্সিটি অসট্রেলিয়ার শিক্ষার্থী আনিকা ইসলাম অর্পা, ফ্যামিলি গ্রুপের চেয়ারম্যান আব্দুল আহাদ, মেরিনো ফ্যাশন ট্রেড লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল কাহার, ফ্লাই বিডির চেয়ারম্যান শামসুজ্জামান নাঈমসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
মোনাশ ইউনিভার্সিটি অসট্রেলিয়া থেকে আগত আনিকা ইসলাম অর্পা ডুয়ামের এই উদ্যোগকে বাস্তবায়নে সার্বিক সহযোগিতা প্রদান করেন। তার প্রচেষ্টায় ডুয়াম একটি সামাজিক প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত ।
অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয় এবং তাদের সাফল্য কামনা করা হয়। শেষে ডিইউএম সভাপতি সুরাইয়া নাহার সকল অতিথি, শিক্ষার্থী ও আয়োজকদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com