চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জে নারী ফুটবলে শহীদ বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার ক্রীড়া একাডেমী ৩-২ গোলে জয়লাড করেছে
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট উচ্চ বিদ্যালয় মাঠে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলাকে ৩-২ গোলে হারিয়ে শহীদ বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার ক্রীড়া একাডেমী পুকুরিয়া, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ জয়লাভ করে। চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া অফিসের আয়োজনে শিবগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগিতায় ২৮ সেপ্টেম্বর বিকালে এ খেলার আয়োজন করা হয়। শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল হায়াত প্রধান অতিথি হিসাবে খেলার উদ্বোধন করেন। এসময় থানা অফিসার ইনচার্জ মোঃ চৌধুরী জুবায়ের, জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, শহীদ বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার ক্রীড়া একাডেমীর সভাপতি মোঃ বেনাউল ইসলাম ও সাধারণ সম্পাদক ডাঃ তড়িৎ কুমার সাহা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উভয় দলের মনোমুগ্ধকর খেলায় মাঠের কানায় কানায় দর্শকদের উপচে পড়া ভিড় ছিলো।
কানসাট সোলেমান ডিগ্রী কলেজের অধ্যক্ষ আঃ হামিদ সভাপতিত্বে উভয় দলের হাতে চ্যাম্পিয়ন ও রানার্স আপ ট্রফি তুলে দেওয়া হয়।
Leave a Reply