আজ ৯ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ২৪শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

গোমস্তাপুরে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে ২৯ টি মন্ডপে-দৈনিক বাংলার নিউজ

জাকির হোসেন সনি,
গোমস্তাপুর প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে শনিবার থেকে শুরু হতে যাওয়া হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে ২৯ টি পূজামন্ডপে। এর মধ্যে রহনপুর পৌর এলাকায় ৫ টি,গোমস্তাপুর ইউনিয়ননে ৪টি, চৌডালা ইউনিয়নে ৬ টি,বাঙ্গাবাড়ী ও রহনপুর ইউনিয়নে ২ টি করে, রাধানগর ইউনিয়নে ৫টি, পার্বতীপুর ইউনিয়নে ৩ টি, বোয়ালিয়া ও আলিনগর ইউনিয়নে ১ টি করে পূজামন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। গোমস্তাপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক সচিন বর্মন জানান, উপজেলার সকল পূজামন্ডপে দূর্গাপূজা নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে সকল প্রস্তুুতি গ্রহন করা হয়েছে। এতে স্থানীয় প্রশাসন আমাদের সহায়তা করছে। এ বিষয়ে গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা খাতুন জানান, এ উপলক্ষে গত ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত প্রস্তুতি সভার সিদ্ধান্ত মোতাবেক প্রত্যেক পূজামন্ডপকে সিসিটিভির আওতায় আনা হয়েছে। এছাড়া, ২৯ টি পূজামন্ডপের জন্য ১৮ জন ট্যাগ অফিসার নিয়োগ দেয়া হয়েছে।তিনি আরও জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে যা ২ অক্টোবর থেকে ৫ অক্টোবর পর্যন্ত খোলা থাকবে। এ প্রসঙ্গে গোমস্তাপুর থানার ওসি আলমাস আলী সরকার জানান, পূজামন্ডপগুলোতে আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিট পুলিশের ১১ টি টিমের পাশাপাশি ৪ টি মোবাইল টিম কাজ করবে।

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ