আজ ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দায় ডুবে কিশোরের মৃত্যু-দৈনিক বাংলার নিউজ

মোঃ সেতাউর রহমান, চাঁপাইনবাবগঞ্জঃ
চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে ডুবে এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার (৩ সেপ্টেম্বর) দুপুরে মহানন্দা নদীর পুরাতন সিএন্ডবি ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ওই কিশোর সদর পৌর এলাকার চাঁদলাই মাষ্টারপাড়া মহল্লার সুমন আলীর ছেলে সিফাত(১৪)।

নিহত কিশোরের পরিবার ও স্থানীরা জানান, দুপুরে বন্ধুদের সাথে মহান্দা নদীতে গোসল করতে যায় সিফাত। এ সময় পুরাতন সিএন্ডবি ঘাট এলাকায় নদীতে ডুবে যায় মারা যায় সে। এ সময় সিফাতের অপর দুই বন্ধু সাঁতরে কিনারায় উঠলেও ডুবে যায় সিফাত। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে, দুপুরে রাজশাহী থেকে একটি ডুবরী দল এসে উদ্ধার করে সিফাতকে। পরে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক সিফাতকে মৃত্য ঘোষণা করে।

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ