আজ ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ

শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে দুই সহোদর  শিশু শিক্ষার্থী  আহত-দৈনিক বাংলার নিউজ

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ)প্রুিতনিধি
শিবগঞ্জে আম বাগানে কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে সহোদর দুই  শিশু শিক্ষার্থী  আহত হয়েছে। আহতরা দুই শিশু শিক্ষার্থী হলো – শিবগঞ্জ পৌর এলাকার চতুরপুর মহল্লার আনারুল ইসলামের ছেলে ও আলীডাঙা জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র রিমন আলি ইমন (১১) ও তার ছোট ভাই ইকবাল (৭)। শুক্রবার ৩টার দিকে শিবগঞ্জ স্টেডিয়াম রোড সংলগ্ন একটি আমবাগানে এ ঘটনা ঘটে। আহত শিশুর মা শিউলি বেগম জানায়, দুপুরের খাবার খেয়ে রিমন ও ইকবাল শিবগঞ্জ স্টেডিয়াম সংলগ্ন পশ্চিম দিকের আমবাগানে গাছের পাতা  কুড়াতে যায়। এ সময় রিমন একটি পরিত্যক্ত ককটেল দেখে পা দিয়ে চালানোর চেষ্টা করলে ককটেলটি বিস্ফোরিত হয়। এ সময় রিমনের বাম চোখসহ শরীরের বিভিন্ন স্থান জখম হয়। স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে  তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। আহত ইকবালকে দেয়া হয় প্রাথমিক চিকিৎসা। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ চৌধুরী জোবায়ের আহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। বৃহস্পতিবার শিবগঞ্জ স্টেডিয়াম মাঠে সরকারী দলীয় দুই গ্রæপ এক সময়ে  জাতির পিতার জন্ম শতবার্ষিকা ও শিশু দিবস উপলক্ষে সমাবেশ করার ঘোষনা দিলে  আইন শৃংঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশাঙ্কায় স্টেডিয়াম ও তার পাশেসহ আশপাশে  সকল ধরণের জনসমাবেশ নিষিদ্ধ করেন  উপজেলা প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ