মো.আল আমিন খানঃ
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে।
পৌর এলাকার ১৫ নং ওয়ার্ডের ইসলামপুর মহল্লার একটি দোকানে শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে অভিযান টি চালানো হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জের ১৫ নং ওয়ার্ডের ইসলামপুর বড় ইন্দারা মোড়ের আবুল কালাম আজাদের ছেলে মোবারক হোসেন (২৮), ভেলুর মোড় মসজিদপাড়ার আবু বক্কর সিদ্দিকের ছেলে রাহিমুল ইসলাম পলাশ (২৮), মসজিদপাড়ার মুনসুর আলীর ছেলে রাজু আহমেদ (২৮), বালিয়াডাঙ্গা ইউনিয়নের শ্রীরামপুর এলাকার আবদুল মালেকের ছেলে মোয়ালেম হোসেন নিরব (২০)।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোজাফফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওসি অপারেশন মাহফুজুল হক চৌধুরীসহ সঙ্গীয় ফোর্স অভিযানটি চালায়।
এ ঘটনায় ১৯ মার্চ শনিবার সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নং-২৯ বলেও জানান ওসি মোজাফফর হোসেন।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা মাদক সেবন ও ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।
Leave a Reply