আজ ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ

নাচোলে পুলিশি বাধায় বিএনপির সভা পন্ড -দৈনিক বাংলার নিউজ

নাচোল প্রতিনিধি ঃ
চাঁপাইনাবাবগঞ্জের নাচোলে পুলিশি বাধায় বিএনপির সভা পন্ড!উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচীব আবু তাহের খোকন জানান, গতকাল শনিবার বিকাল সাড়ে ৩টায় উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আহবায়ক কমিটির পরিচিতি সভার আহবান করা হয়।উক্ত অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা থাকলেও পুলিশি বাধার কারনে উপস্থিত হতে পারেননি। তথ্য সূত্রে জানা যায়, নব গঠিত কমিটি নাচোল পুলিশ প্রশাসনের অনুমতি সাপেক্ষে অনুষ্ঠানের আয়োজন করলেও ১ঘন্টা পূর্বে ওসি মিন্টু রহমান নব গঠিত কমিটির সদস্য সচিব আবু তাহের খোকনকে থানায় ডেকে সভা বন্ধের নির্দেশ দেন। পুলিশ সূত্রে জানা যায় একই স্থানে জেলা যুবদলের নির্দেশে স্থানীয় যুবদল সভা করার অনুমতির জন্য থানায় আসলে শান্তি শৃঙ্খলা ভঙ্গের আশংকায় পুলিশ সুপারের নির্দেশে অফিসার ইনচার্জ মিন্টু রহমান দুই পক্ষকে সভা করতে নিষেধ করেন। পুলিশি বাধা উপেক্ষা করে নবগঠিত বিএনপির নেতৃবৃন্দ সভা করার চেষ্টা করলেও পুলিশ তা বন্ধ করে দেয়। এব্যাপারে উপজেলা বিএনপির সদস্য সচিব আবু তাহের খোকন এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান স্থানীয় সাংসদ আমিনুল ইসলাম ও জেলা যুবদলকে দায়ী করে বলেন, তাদের ইন্ধনে স্থানীয় যুবদল বিএনপির সভা পন্ড করার লক্ষে তার অনুসারী যুবদলকে দিয়ে একই স্থানে সভা আহব্বান করিয়েছে। এ ব্যাপারে নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, একই স্থানে বিএনপি ও যুব দলের সভা আহবান করায় আইন শৃংঙ্খলা অবনতি হতে পারে সেই আশংকায় সভা বন্ধ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ