আজ ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

র‍্যাব-৫,এর অক্লান্ত পরিশ্রমে চাঞ্চল্যকর ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার-দৈনিক বাংলার নিউজ

 

এসএম রুবেল চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ
জেলার শিবগঞ্জ উপজেলার চামাবাজার হতে ধর্ষণ মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছেন র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। গ্রেপ্তার হওয়া ব্যক্তি জেলার শিবগঞ্জ উপজেলার ঘুঘুডাঙ্গা গ্রামের জালাল উদ্দিনের ছেলে মো. ফটিক আলী (৩০)।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়,ধর্ষিতার স্বামী ঢাকায় কর্মরত থাকায় তিনি তার বাসায় একা থাকতেন। এ সুযোগে গ্রেপ্তার মো. ফটিক আলী ভিকটিমকে অবৈধ প্রস্তাব দিয়ে আসছিল। এর একপর্যায়ে গত ১৩ মার্চ ভিকটিমের বাসায় তাকে একা পেয়ে ধর্ষণ করে। এ ঘটনায় গত ১৫ মার্চ শিবগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়। বিষয়টি অবহিত হয়ে ধর্ষককে গ্রেপ্তারের জন্য র‌্যাবের একটি দল কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির ও কোম্পানি উপ-অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলামের নেতৃত্বে অভিযান চালায়। শনিবার বিকেল সাড়ে ৫,টায় এই অভিযান চালানো হয়। অভিযানে ধর্ষণ মামলার আসামি মো. ফটিক আলীকে গ্রেপ্তার করা হয়।

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ