আজ ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ

চাঁপাইনবাবগঞ্জ র‍্যাব-৫ একটি অপারশন দল জনি আলী (২৪),কে ৯৭৫ পিস ইয়াবা ৬০ গ্রাম হেরোইনসহ হাতেনাতে গ্রেফতার করে

 

মো.আল আমিন খানঃ

অদ্য ১৯ মার্চ ২০২২ ইং তারিখ ২৩:০০ ঘটিকায় গোয়েন্দা তথ্যর ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন শাহাবাজপুর ইউনিয়নর ৪নং ওয়ার্ডর নলডুবরি (হামিদনগর) গ্রাম মুসলিমপুর মোড় হতে শান্তিমোড় বাজার গামী জৈনক আঃ হাকিম এর আমবাগানের পশ্চিম পাশে পাঁকা রাস্তার উপর থেকে কাম্পানী অধিনায়ক লে: কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কাম্পানী উপ অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম এর নেতৃত্বে একটি মাদক বিরাধী অভিযান পরিচালনা করে (ক) ইয়াবা ট্যাবলট-৯৭৫ (নয়শত পঁচাত্তর) পিচ (খ) হেরোইন-৬০ (ষাট) গ্রাম (গ) মোবাইল ফোন-০১(এক)টি, (ঘ) সীমকার্ড-০২(দুই)টি এবং (ঙ) মেমারী কার্ড-০১(এক) টিসহ আসামী ১। মোঃ জনি আলী (২৪), পিতা-মো: মোবারক আলী, মাতা-মাছাঃ গিনীআরা বেগম, ইউপি-শাহাবাজপুর, (ওয়ার্ড-০৪), সাং-চাঁদপুর, থানা-শিবগঞ্জ, জেলা- চাপাইনবাবগঞ্জ থেকে হাতেনাতে গ্রেফতার করে।

জিজ্ঞাসাবাদ সে দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় জব্দকৃত আলামত আমদানী নিষিদ্ধ ভারতীয় ইয়াবা ট্যাবলট এবং হেরাইন অবৈধভাবে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দশ্য তার নিজ হেফাজতে রেখে মর্মে সাক্ষীদের সম্মুখে অকপটে স্বীকার করে।

উপরাক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ