জাকির হোসেন সনি,
গোমস্তাপুর প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ইসলামিক ফাউন্ডেশন (ইফা) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা ও দোআ খায়ের অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকালে শোভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে বের হয়ে রহনপুর পৌর এলাকার সড়কগুলো প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠাসহ ইসলামের প্রচার ও প্রসারে বঙ্গবন্ধুর অবদান শীর্ষক আলোচনাসভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুন। এতে স্বাগত বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) ফিল্ড সুপারভাইজার মোস্তাক আহমেদ। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, ইফার মডেল কেয়ারটেকার কাউসার জমান ও ইমাম আসাদুল্লাহ। এর আগে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের কেন্দ্রে শিশুদের নিয়ে দোয়া ও মিষ্টি বিতরন করা হয়।
Leave a Reply