মোঃতাওহীদুল ইসলাম
সুবর্ণচর প্রতিনিধিঃ নোয়াখালীর সুবর্ণচর উপজেলায মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২২ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে পুলিশ, আনসার ও বিভিন্ন স্কুল,কলেজ,মাদরাসার শিক্ষার্থীদের কুঁচকাওয়াজ, বীর মুক্তিযোদ্ধাদের বিশেষ সম্মাননা, আলোচনা সভা, স্বাধীনতা দিবসের প্রদর্শনী এবং পুরস্কার বিতরণের আয়োজন করেছে উপজেলা প্রশাসন।
সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব চৈতি সর্ববিদ্যার সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা আওয়ামীলীগের আহবায়ক ও সুবর্ণচর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব অধ্যক্ষ এএইচএম খায়রুল আনম চৌধুরী সেলিম৷
এছাড়াও আরও উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস-চেয়ারম্যান জনাব ফরহাদ হোসেন বাহার, উপজেলা ভূমি কর্মকর্তা জনাব মো.আরিফুর রহমান, চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জিয়াউল হক তরিক খন্দকার, কৃষি কর্মকর্তা হারুন অর রশীদ, মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল মোবারকসহ সুবর্ণচর উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
এসময় প্রদর্শনী, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কুঁচকাওয়াজে অংশগ্রহণকারী ও বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা৷
পরে পুরস্কার বিতরণ শেষে উপজেলা হল রুমে মুক্তিযোদ্ধাদের বিশেষ সম্মাননা দেন উপজেলা প্রশাসন সুবর্ণচর।
Leave a Reply