মহি মিজান,শিবগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের পুখুরিয়া এলাকায় ট্রাক চাপায় এক স্কুলছাত্রী নিহত হয়েছে। নিহতের ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়ক অবরোধ করে দেয় স্থানীয় বিক্ষিত জনতা ও চার লেন সড়ক-নিরাপদ সড়ক চাই দাবিতে আন্দোলনরত স্বেচ্ছাসেবী সংগঠনগুলো। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে উপজেলার কানসাট ইউনিয়নের পুখুরিয়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত স্কুলছাত্রী কানসাট ইউনিয়নের পুখুরিয়া গ্রামের আব্দুল মোমিনের মেয়ে ও পুখুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী মুনিরা খাতুন (১০)।
এদিকে, দাবি না মেনে নেয়া আগ পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়ক অবরোধ হওয়ায় টানা আড়াইঘন্টা যান চলাচল বন্ধ থাকে। যান চলাচল বন্ধ হওয়ার কারণে রাস্তার দু’পাশে প্রায় ৪ কি.মি পর্যন্ত বিভিন্ন যানবহন দাঁড়িয়ে থাকে।
পরিস্থিতি নিয়ন্ত্রনের জন্য শিবগঞ্জ থানা পুলিশ শত চেষ্টা করলেও বিক্ষিত জনতা তাদের দাবিতে অনড় থাকায় প্রায় আড়াইঘন্টা বিভিন্ন যানবহন চলাচল বন্ধ থাকে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রন করতে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাকিব আল রাব্বী ঘটনাস্থলে আসলে জনগণের দাবি বাবস্তায়নে আশ্বাস দিলে সড়কের অবরোধ প্রত্যাহার করে নেন।
আন্দোলনরত জনতার দাবি তুলে ধরা হলো:
১. অতি দ্রুত চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ পর্যন্ত চার লেন বাস্তবায়ন করতে হবে।
২. দূর্ঘটনাস্থলের দু’পাশে গতিরোধক নির্মাণ করতে হবে।
৩. যত্রছত্র অবৈধ যানবহন রাস্তা চলানো যাবে না এবং ড্রাইভিং লাইসেন্স ও হেলপার দিয়ে কোনো যানবহন চালাতে পারবে না।
৪. নিহত পরিবারকে পর্যাপ্ত পরিমাণ ক্ষতিপূরণ দিতে হবে।
৫. বিভিন্ন মোড়ে মোড়ে জেব্রা ক্রসিং দিতে হবে।
৬. বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের আগে সতর্কতা লেখা সাইনবোর্ড বসাতে হবে।
৭. পুখুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোন পুরুষ শিক্ষক না থাকায় সেই বিদ্যালয়ে দ্রুত পুরুষ শিক্ষক নিয়োগ দিতে হবে।
৮. দূর্ঘটনার সাথে জড়িত ঘাতক চালক ও হেলপার কে আইনের আওতায় নেয়া তাদের দ্রুত শাস্তি ব্যবস্থা করতে হবে।
এব্যাপারে শিবগঞ্জ থানা অফিসার অফিসার চৌধুরী যোবায়ের আহমেদ জানান, সড়ক দূর্ঘটনার সংবাদ পেলে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কিন্তু উত্তেজিত জনতা রাস্তা ব্যারিকেট দিয়ে দেয়। উত্তেজিত জনতার কারণে আমরা তাৎক্ষনিক রাস্তার অবরোধ সরাতে একটু বিলম্বনায় পড়ি। কিন্তু পরে উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে এসে জনতার দাবি মেনে নেয়ায় অবরোধ প্রত্যাহার করে জনতা।
এদিকে, শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাকিব আল রাব্বী জানান, জনতার দাবিগুলোর যৌত্তিক। তাদের দাবিগুলো আমরা যথাযথভাবে পালন করবো। আগামী ৭দিনের মধ্যে দূর্ঘটনাস্থলের দু’পাশে গতিরোধক নির্মাণ করা হবে। এছাড়া যারা যত্রছত্র অবৈধ যানবহন চালাচ্ছে এবং যাদের লাইসেন্স নাই তাদের আইনের আওয়াত আনা হবে। আর আজ বুধবার থেকে প্রশাসন মাঠে কাজ করবে। নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দেয়া হবে। অন্যান্য দাবিগুলো উর্দ্ধেতন কর্মকর্তাদেও সাথে আলোচনা করে যথাযথ সময়ের মধ্যে বাস্তবায়ন করা হবে।
Leave a Reply