শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি,মহি মিজানঃ
চাঁপাইনবাবগঞ্জ জেলা শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের সুনামধন্য ক্রিড়া সংগঠন পুখুরিয়া ক্রিকেট বোর্ড(পিসিবি)’র সাধারণ সভায় তিন বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে।
আজ বিকেল ৪ঃ০০টার সময় কানসাট উচ্চ বিদ্যালয়ের হল রুমে সাধারণ সদস্যদের নিয়ে অনুষ্ঠিত হয় জরুরি সভা,সভার শুরুতেই পুরনো কমিটি বিলুপ্ত ঘোষণা করেন পুখুরিয়া ক্রিকেট বোর্ড (পিসিবি)’র সভাপতি শাহাবুদ্দীন বিশ্বাস।
সাধারণ সদস্যদের মতামতের ভিত্তিতে ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ শাহাবুদ্দীন বিশ্বাস।
পূর্বের কমিটির সাধারণ সম্পাদক ইমরান আলী নতুন ভাবে কমিটির দ্বায়িত্ব নিতে না চাওয়ায় তার পদ থেকে সরে দাঁড়ান,সাধারণ সম্পাদক পদের জন্য নতুন প্রার্থী নবীন কুমার ভট্টাচার্য (শুভ) অংশ নিলে তিনিও বিনা প্রতিদ্বন্দ্বিতায় সকল সদস্যদের মতামতের ভিত্তিতে নির্বাচিত হয়েছেন।
ক্যাশিয়ার পদে সকল সদস্যদের মতামতের ভিত্তিতে নির্বাচিত হয়েছেন মোঃ আরিফুল ইসলাম(আরিফ)
নতুন কমিটির নির্বাচিত সকলকে নিয়ে ভালোভাবে পুখুরিয়া ক্রিকেট বোর্ড(পিসিবি)কে অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয় এই সভায়।
Leave a Reply