শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ শিল্প ও বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনের নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠান হয়েছে। শুক্রবার রাতে শিবগঞ্জ পৌরসভার মার্কেটের তৃতীয় তলায় প্রতিষ্ঠানটির কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানটির উপদেষ্টা সদস্য জাফর আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, নবনির্বাচিত সভাপতি বশির উদ্দিন জুয়েল, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মিটুল খান, সাবেক সভাপতি ইউসুফ আলী, নির্বাচন কমিশনার মনিরুল ইসলাম ও উপদেষ্টা সদস্য আতাউর রহমানসহ অন্যরা। শেষে শপথ বাক্য পাঠ করান নির্বাচন কমিশনার মনিরুল ইসলাম। তিন বছর মেয়াদী কমিটির ১১ জন দায়িত্ব নেয়ার পর ৪ জন সদস্যকে কমিটিতে অর্ন্তভূক্তি করবেন।
Leave a Reply