আজ ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

নাচোলে উচ্ছেদ আতংকে ৫০টি ক্ষুদ্র ব্যবসায়ী, প্রতিবাদে মানববন্ধন করেছে ব্যবসায়ীবৃন্দ-দৈনিক বাংলার নিউজ

নাচোল প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে নোটিশ ছাড়াই দোকান উচ্ছেদের হুমকী উপজেলা প্রশাসনের, আতংকে দিন কাটাচ্ছে নাচোলের ৫০টি ক্ষুদ্র ব্যবসায়ী পরিবার। প্রতিকার পেতে গতকাল রবিবার সকাল ১০টায় কসবা বাজারে মানববন্ধন করেছেন ভূক্তভোগী ক্ষুদ্র ব্যবসায়ীবৃন্দ। মানববন্ধনে বক্তব্য রাখেন, চা বিক্রেতা তানজিলা বেগম, আনারুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক মাসুদ রানা, ব্যাবসায়ী তৈমুর রহমান ও সাইফুদ্দিন। বক্তারা বলেন, কসবা দৈনিক বাজার উচ্ছেদ করতে হলে ক্ষুদ্রব্যবসায়ীদেরকে আগে পূর্ণবাসন করতে হবে । অন্যথায় কঠোর আন্দেলন গড়ে তোলা হবে বলেও তারা হুশিয়ারি দেন। তারা বলেন আমরা এ এলাকারই সন্তান, রহিঙ্গা নই’। চা বিক্রি করে সারাদির পরিশ্রম করে যা আয় হয় তা দিয়ে আমরা সংসার চালানোর পাশাপাশি ছেলে মেয়েদের উচ্চ শিক্ষিত করার চেষ্টা করছি। কিন্তু এ সময় যদি আমাদেরকে উচ্ছেদ করা হয় তাহলে আমরা আমাদের ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করতে পারবোনা, ফলে আমাদের স্বপ্ন ভেঙ্গে যাবে। নাচোল উপজেলার ১নং কসবা ইউপির কসবা বাজারে প্রায় অর্ধশত ক্ষুদ্রব্যবসায়ী সরকারের খাসজমিতে দোকানপাট করে ব্যবসা পরিচালনা করে আসছে। সেখানে একটি গ্রাম্য হাট-বাজার তৈরী হয়েছে। এলাকার আশেপাশের গ্রামের লোকেরা সেখানে প্রতিদিন দৈনিক বাজার করে তাদের সংসারের চাহিদা পুরণ করে থাকেন। কসবা গ্রামের হাল ৩৯১নং দাগটির পরিমান প্রায় ১.৪১ শতক জমি যা হাটখোলা নামে আরএস রেকর্ডে উল্লেখ রয়েছে। কিন্তু কালের পরিবর্তনে সাপ্তাহিক হাটটির অস্তিত্ব বিলিন হয়ে যাওয়ায় সেখানে দৈনিক বাজার গড়ে ওঠে। এতে করে ওই এলাকার প্রায় ৫০টি ক্ষুদ্র ব্যবসায়ী, মুদি দোকান, সার ও কীটনাশকের দোকান, দর্জির দোকান, হাস-মুরগী ও ঔষধের দোকানসহ বিভিন্ন ধরনের দোকান করে দোকানিদের যা আয় হয় তা দিয়ে তারা সংসার পরিচালনা করে থাকে। এদিকে হাটের জায়গায় দোকানঘর উচ্ছেদ করার জন্য উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ কোন নোটিশ প্রদান না করে স্থানীয় ইউপি’র গ্রাম্য পুলিশ রফিকুল ইসলাম দোকানীদের দোকান ঘর গত মঙ্গলবারের মধ্যে সরিয়ে নেওয়ার মৌখিক নির্দেশ প্রদান করেন। গ্রাম পুলিশের এ হুমকীর প্রেক্ষিতে কসবা গ্রামের আনেসুর রহমানের ছেলে আকবর আলীসহ আরো অনেকে তাদের দোকানের চালা ,টিনসহ আসবাবপত্র অন্যত্র সরিয়ে নিচ্ছেন। অন্যদিকে পরিত্রান পেতে ক্ষুদ্র ব্যাসায়ীরা মানববন্ধন, জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদানসহ নাচোল সহকারী জজ আদালতে ১টি মামলা দায়ের করেছেন ।

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com