স্টাফ রিপোর্টার মোঃ রুহুল আমিন শেখ
নওগাঁর নিয়ামতপুরে গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে থানা পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন উপজেলার চন্দননগর ইউনিয়নের ছাতড়া দক্ষিনপাড়া গ্রামের মৃত মাজেদ আলীর ছেলে ফাইজুদ্দিন ফাজু (৫৩), তাঁতিহার গ্রামের আব্দুল মান্নানের ছেলে শরীফ (৪০) এবং পাঁড়ইল ইউনিয়নের বুজরুক নেহান্দা গ্রামের সাদেকুল ইসলামের ছেলে মোঃ হাসান (২২)।
এজাহার সূত্রে জানা যায়, নিয়ামতপুর থানার উপপরিদর্শক (এসআই) ইব্রাহীম হোসেন অভিযান চালিয়ে চন্দননগর ইউনিয়নের চন্দননগর কলেজের সামনে স’মিলের সামনে থেকে শরীফকে মাদক সহ গ্রেপ্তার করলে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অত্র এলাকার কুখ্যাত মাদক বিক্রেতা ফইজুদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে ১৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করে দুজনকে।
অপর এক অভিযানে উপজেলার পাঁড়ইল ইউনিয়নের বুজরুক নেহেন্দা গ্রামে এসআই সেলিমুজ্জান অভিযান চালিয়ে মোঃ হাসানকে ৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করে।
নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
Leave a Reply