স্টাফ রিপোর্টার মোঃ রুহুল আমিন শেখ
সারাদেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে নতুন বাংলা বছর ১৪২৯ উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় উপজেলা চত্বর থেকে এ শোভাযাত্রা বের হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ ল্যাবরেটরী স্কুলে এসে শেষ হয়। উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের স্বতঃস্ফুত বর্ণিল অংশগ্রহণে শোভাযাত্রার আকর্ষণ বেড়ে যায়।
শোভাযাত্রায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুন্জুরুল আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন ব্যক্তবর্গ।
শোভাযাত্রা শেষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত হয়।
Leave a Reply