স্টাফ রিপোর্টার মোঃ রুহুল আমিন শেখ
নিয়ামতপুর উপজেলার রামনগর গ্রামের নাজিরুল ইসলামের ছেলে নাহিদুজ্জামান নাহিদ(25) কিডনি রোগে মৃত্যুশয্যায়। নাহিদের ছোট ছোট দুটি ছেলে রয়েছে, নাহিদ নিয়ামতপুর উপজেলায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের ডেলিভারি ম্যান হিসেবে কাজ করতো। তার মাসিক আয় ছিল 8500 টাকা, এ দিয়ে কোনরকমে তার পরিবারের খরচ বহন করত, গত ছয় মাস আগে শারীরিক অসুস্থতার কারণে চাকরি ছেড়ে দিতে হয় নাহিদের, চিকিৎসা সুবাদে নাহিদ তার নানা বাড়ি এসে আশ্রয় নেয়। নাহিদের নানা মোঃ সাইদুর রহমান পেশায় একজন পুরীর দোকানদার, নাহিদ বলেন আমার যতটুকু অর্থ ছিল তা সহ ধারদেনা করে গত ছয় মাসে আমার চিকিৎসা বাবদ খরচ হয় 2 লক্ষ টাকার মতো, এখন আমি ও আমার পরিবার বড় অসহায়, কোনভাবেই আমার চিকিৎসার খরচ তাদের বহন করা সম্ভব নয়, তিনি দেশবাসী ও মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অর্থ সহযোগিতা চান। নাহিদ বলে আমি বাঁচতে চাই আমার ছোট ছোট দুটি ছেলের জন্য বাঁচতে চাই। কিডনি ও মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার মনোয়ারুল ইসলাম বলেন, রোগীকে বাঁচাতে চাইলে যত দ্রুত সম্ভব ডায়ালাইসিস করতে হবে। কোন সহৃদয়বান ব্যক্তি সাহায্য করতে চাইলে নাহিদের মোবাইল নাম্বার 01302489209 বিকাশ ও নগদ। জনতা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার 0100225722395
Leave a Reply