জাকির হোসেন সনি,
গোমস্তাপুর প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ২০২১-২২ অর্থ বছরে খরিপ-১/ ২০২২-২৩ মৌসুমে উফসি আউশ ধান আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার সহায়তা প্রণােদনা কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ন রেজা। গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুনের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন
রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খাঁন, উপজেলা কৃষি অফিসার তানভির আহম্মেদ সরকার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কাউসার আলী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সিমা কর্মকারসহ অন্যরা। সভা শেষে আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি। উল্লেখ্য ২০২২-২৩ মৌসুমে উফসি আউশ ধান আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে উপজেলার ৩ হাজার জন কৃষকের মাঝে বিনামূল্যে ৫ কেজি আউশ ধান বীজ, ২০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার সহায়তা প্রণােদনা করা হবে।
Leave a Reply