বগুড়া ব্যুরো প্রধান রনি খান
বিএস বিদ্যুৎ
ভ্রাম্যমাণ প্রতিনিধি
বাংলাদেশের দ্বিতীয় রাজধানী বলতেই বগুড়াকেই চিনি। সেই সুনাম ধন্য জেলা বগুড়ার বুকে গড়ে উঠে এক মুঠো আহার নামে একটি প্রতিষ্ঠান যা “মোমেনা ফাউন্ডেশন” এর অন্তভূক্ত।
দুই একদিন পর পরই বগুড়া জেলার ব্যাস্ততম শহর সাতমাথা এলাকায় অসহায়, সুবিধা বঞ্চিত, ও রিক্সা চালকদের মাঝে এক মুঠো আহার এর পক্ষ থেকে ১০০ প্যাকেট ইফতার বিতারণ করা হয়।
এক মুঠো আহার এর পরিচালক মোঃ রনি খান জানান, আমাদের আশে পাশে অসংখ্য অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষ আছে যারা দু’মুঠো খাবার পায়না তাদেরকে যেন সমাজের উচ্চ ব্যাক্তিবর্গ সাহায্যের হাত বাড়িয়ে দেন।
তাদের একটু সহযোগীতায় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষ পাবে খাবারের ভরসা।
আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে, আপনাদের উপহার সামগ্রিক পাঠিয়ে পারেন। আমরা আপনার উপহার সামগ্রিক পৌছে দিব অসহায় মানুষদের মাঝে।
যোগাযোগঃ
01580399774
রনি খান
পরিচালক
এক মুঠো আহার
বগুড়া সদর
বগুড়া ।
Leave a Reply