বিশেষ প্রতিনিধিঃ- খন্দকার রাব্বি
জয়পুরহাটের কালাইয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২২ পালিত হয়েছে। শনিবার (২৩ শে এপ্রিল) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ২৩ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২২ পালিত অনুষ্ঠিত হবে।
“সঠিক পুষ্টিতে সুস্থ জীবন”-এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ফাহমিদা লিমা’র সঞ্চালনায় কালাই উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হেলাল উদ্দীন মোল্লা, কালাই উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা (ভারপ্রাপ্ত) কর্মকর্তা ডা. মো.নূর আলম, উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডা. মো. হাসান আলী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. জুয়েল, উপজেলা পরিবার পরিকল্পনার কর্মকর্তা মো. মাহমুদুল হাসান, কালাই প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য সহকারী অফিসার ইউসুফ আলী, উপজেলা শিক্ষক প্রতিনিধি মো. আমিনুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমটি (ইপিআই) অফিসার মো. ছায়েম উদ্দিন ও দৈনিক আজকের পত্রিকা উপজেলা প্রতিনিধি রাব্বিউল হাসান রমি প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। জনসাধারণের উপার্জন অনেক বেড়েছে। আমরা ইচ্ছে করলেই স্বল্প খরচেই হাতের কাছে পুষ্টিকর খাবার পেতে পারি। এখন প্রয়োজন, পুষ্টি পরিকল্পনা প্রণয়নের মাধ্যমে খাদ্যাভাস গড়ে তোলা। এর ফলে সুস্থ-সুন্দর জীবন যাপন করা সম্ভব হবে।
Leave a Reply