স্টাফ রিপোর্টার মোঃ রুহুল আমিন শেখ
মুজিববর্ষে নওগাঁর নিয়ামতপুরে জমিসহ ঘর পাচ্ছেন ৫৫ জন ভূমিহীন ও গৃহহীন পরিবার। রবিবার বিকেলে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) আব্দুল্লাহ আল মামুন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন লিখিত বক্তব্যে জানান, এবারের ঈদ উপহার হিসেবে মুজিববর্ষ উপলক্ষে তৃতীয় পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন (ক-শ্রেণি) পরিবারের জন্য নির্মিত ঘরগুলো হস্তান্তর করা হবে। আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় সারাদেশে জমি ও ঘর নাই এমন পরিবারকে দুই শতক খাস জমি ও গৃহ প্রদান পূর্বক কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
আগামী ২৬ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে সারাদেশে ভূমি ও গৃহহীনদের মাঝে গৃহ হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করবেন।
উল্লেখ্য, ১ম পর্যায়ে উপজেলায় ৭১ জন, ২য় পর্যায়ে ৭৫ জন পরিবার প্রধানমন্ত্রীর উপহার ঘর পেয়েছে।
Leave a Reply