আজ ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ

নিয়ামতপুরে ভিজিএফ চাল বিতরণের উদ্বোধন-দৈনিক বাংলার নিউজ

স্টাফ রিপোর্টার মোঃ রুহুল আমিন শেখ
নওগাঁর নিয়ামতপুর উপজেলার সদর ইউনিয়ন পরিষদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার অসহায়, দুঃস্হ ও অতিদরিদ্র ৪৩৬৭ টি পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফ চাল বিতরণের উদ্বোধন করা হয়। উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্হাপনা অধিদপ্তরের আয়োজনে সদর ইউনিয়ন ভিজিএফ চাল বিতরণ অনুষ্ঠিত হয়। উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন সদর ইউপি চেয়ারম্যান বজলুর রহমান নঈম, ট্যাগ অফিসার মেজবাহ উদ্দিন, ইউপি সদস্য মনোয়ার হোসেন, নুরুল ইসলাম রতন, আব্দুল মান্নান, মহিলা সদস্য পারল আক্তার প্রমূখ।
আলোচনা সভায় ইউপি চেয়ারম্যান বজলুর রহমান নঈম বলেন, গত বছরের তুলনায় এ বছর তিনগুণ বেশি মানুষকে ভিজিএফের আওতায় নিয়ে এসেছে সরকার। অথচ এত কিছু দেওয়ার পরও কিছু স্বার্থান্বেষী মহল নির্বাচন আসলেই বিভিন্ন পাঁয়তারা শুরু করে। দলকে বিভ্রান্তির মাঝে ফেলার চেষ্টা করে। তিনি সবাইকে এসব দুষ্ট চক্রের লোকের কাছ থেকে সাধারণ মানুষকে দূরে থাকার আহ্বান জানান এবং আগামী ২০২৩ সালের জাতীয় সাংসদ নির্বাচনে প্রধানমন্ত্রীর আস্হাভাজন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে আরও নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ