আজ ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

মহিমাগঞ্জে ইউপি সদস্যকে মারপিট আহত ২-দৈনিক বাংলার নিউজ

বিএস বিদ্যুৎ
ভ্রাম্যমাণ প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের ৭ ওয়ার্ড সদস্যকে পথরোধ করে মারপিটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইউপি সদস্য মজনু তালুকদার ও তার বড় ভাই আ. মতিন তালুকদার গুরুতর আহত হয়েছে। তাদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে আ. মতিনকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।
মঙ্গলবার (২৬ এপ্রিল) বিকাল ৫টার দিকে উপজেলার জগদিশপুর গ্রামে পরিকল্পিত এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় জগদীশপুর গ্রামের এমদাদুল হক, ওবাইদুল হক, আরিফুল ইসলাম, সোহেল রানা, জমির উদ্দিন, মাহাবুর, জেনারুল, জাফু, শহিদুল, সানোয়ার, আফাজ উদ্দিন, ইউসুফ, রাজু মিয়া, আজাদুল শেখ ও আতিকুরকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছেন মো. মজনু মিয়া তালুকদার।
অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার সারাদিন মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদে ঈদুল ফিতরের ১০ কেজি বরাদ্দের চাল বিতরণ শেষে ইউপি সদস্য মজনু তালুকদার বাড়ির উদ্দেশ্যে মোটরসাইকেলে রওনা দেয়। পথে অভিযুক্তদের বাড়ির সামনে জগদিশপুরে পৌঁছামাত্র পূর্বপরিকল্পিতভাবে সংঘবদ্ধভাবে পথরোধ করে দেশীয় অস্ত্রের সাহায্যে হামলা চালায়। এসময় মজনুকে উদ্ধারে বড় ভাই আ. মতিন ও ভাতিজা এগিয়ে আসলে তাদেরও মারপিট করে রক্তাক্ত ছেলা ও ফোলা জখম করে। স্থানীয়রা আহত মজনু ও মতিনকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।
আহত মজনু তালুকদার জানান, সম্প্রতি অনুষ্ঠিত ইউপি নির্বাচনে একই ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বিতাকারী আমার প্রতিপক্ষ অতর্কিতভাবে আমার ওপর সংঘবদ্ধ হামলা করে। আমাকে ও আমার বড় ভাইকেেবেধরক মারপিটে রক্তাক্ত জখম করে। নির্বাচনে পরাজিত হওয়ার ক্ষোভে তাদের এমন পেশিশক্তির ব্যবহারে আমি হতভম্ব। আমার বড় ভাই এখন বগুড়া হাসপাতেল মৃত্যু শয্যায়। আমি অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের সাথে যোগাযোগের চেষ্টা করলেও তাদের পাওয়া যায়নি।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ জানান, ঘটনাটি তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com