জাকির হোসেন সনি,
গোমস্তাপুর প্রতিনিধিঃ
আসন্ন ঈদ উপলক্ষে রহনপুর পৌর এলাকার দুঃস্থ -দরিদ্র জনগোষ্টির মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। বুধবার সকালে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খাঁনের সভাপতিত্বে রহনপুর পৌর ভবনে এ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন। এ সময় উপস্থিত ছিলেন, পৌর নির্বাহী কর্মকর্তা খাইরুল হক, প্রশাসনিক কর্মকর্তা আব্দুল মতিন, লাইসেন্স পরিদর্শক আব্দুল মুকিত আপেল, কাউন্সিলরবৃন্দ সহ কর্মকর্তা- কর্মচারীরা।
পৌর মেয়র মতিউর রহমান খাঁন বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন দেশের অসহায় ও দুঃস্হ পরিবারকে ঘরে-ঘরে খাদ্য পৌঁছে দেয়া। যেন কেউ ক্ষুদার্থ না থাকে সে লক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মোঃ একেএম গালিভ খানের এর নির্দেশক্রমে পৌর এলাকার তালিকাভূক্ত উপকারভোগিদের সুবিধার্থে ৯ টি ওয়ার্ডের ৫ টি স্পটে এ চাল বিতরন করা হচ্ছে।
উল্লেখ্য, রহনপুর পৌরসভায় ভিজিএফ এর আওতায় ৪ হাজার ৬ শত ২১ ও রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খাঁনের নিজ অর্থায়নে ৫ শত পরিবারের সুবিধাভোগীদের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
Leave a Reply