নিরেন দাস,জয়পুরহাট প্রতিনিধিঃ-
বগুড়া চার মাথা এলাকা বাসস্ট্যান্ড থেকে বুদ্ধি প্রতিবন্ধি ভারসাম্যহীন একজন যুবক হারিয়ে গেছেন।
গত শনিবার (২৪ এপ্রিল) বেলা ৩,,টার দিকে,বগুড়া চিকিৎসা নিতে যাওয়ার পথে বাবার হত থেকে চার মাথা বাসস্ট্যান্ড এলাকা থেকে হারিয়ে যান। তাকে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি।
হারিয়ে যাওয়া বুদ্ধি প্রতিবন্ধির নাম টুরু তার গ্রামের বাড়ি জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার মামুদপুর মিনিগাড়ি গ্রামে তার বাবার নাম আঃ ছামাদ৷
তার পরিবার থেকে জানানো হয়েছে, যদি কোন সহৃদয় বান ব্যক্তি টুরু মিয়াকে খুঁজে পান যেন৷ ০১৭৪৫৫০৪৯১৫ মোবাইল নাম্বারে যোগাযোগ করেন।
বগুরা সদর তানা জিডিনং ১৭৪৩/
Leave a Reply