বিএস বিদ্যুৎ
ভ্রাম্যমাণ প্রতিনিধি
রমজানের ২৭ তম দিন (২৯.০৪.২০২২ইং) এপেক্স ক্লাব অব গোবিন্দগঞ্জ এর উদ্যোগে ইফতার বিতরণ করেন এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি এপে. ইলিয়াস জসিম এর থিম “Be Enlightened” কে বাস্তবায়নের লক্ষ্যে ২৭তম রমজানে (২৯.০৪.২০২২ইং) এপেক্স ক্লাব অব গোবিন্দগঞ্জ এর ফ্লোর মেম্বার এপে. বিএস বিদ্যুৎ উনি একজন সাংবাদিক, সাংস্কৃতিক ব্যাক্তি, গাইবান্ধা সম্মিলিত সাংস্কৃতিক জোট এর নির্বাচিত প্রতিনিধি একটি থিয়েটার গ্রুপের প্রতিষ্ঠাতা সম্প্রতি লিখনী সংবাদ পত্রিকার রংপুর ব্যুরোর চিপ হিসাবে দ্বায়িত্ব গ্রহণ করেন। তার নিজ অর্থায়নে গোবিন্দগঞ্জ শালমারা ইউনিয়নের হিয়াতপুর গ্রামের হিয়াতপুর মোল্লা দারুল উলুম এতিমখানা হাফেজিয়া মাদ্রাসা ও নিজ এলাকায় ৮০ জন সুবিধা বঞ্চিত রোজাদারদের মাঝে ইফতার বিতরন করেন।
Leave a Reply