আজ ৯ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ২৪শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

জয়পুরহাটে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২৭ লাখ টাকার চেক বিতরণ-দৈনিক বাংলার নিউজ

খন্দকার রাব্বি(সদর জয়পুরহাট) প্রতিনিধিঃ-

জয়পুরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র ত্রাণ ও কল্যাণ তহবিল এর চেক বিতরন করা হয়েছে। জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরী অবসর এর সুপারিশে অসচ্ছল ব্যক্তিদের মাঝে৷

শনিবার (৩০ এপ্রিল) বেলা ০১,টার সময় জয়পুরহাটে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে ২৫ জন অসহায় ও অসচ্ছল নেতা কর্মীদের মাঝে ২৭ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়েছে।

চেক বিতরনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জয়পুরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরী অবসর, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম সোলাইমান আলী।

এ বিষয়ে গোলাম মাহফুজ চৌধুরী অবসর বলেন, আমাদের রাষ্ট্রের সর্বোচ্চ অধিনায়ক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমার সুপারিশক্রমে জেলার ২৫ জন অসহায় ব্যক্তিদের মাঝে মোট সাতাশ লক্ষ্য টাকা প্রদান করায় আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

উক্ত চেক হাতে পেতে, কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের তাছাদ্দেক আলী তাপস ও আক্কেলপুরের মোবাশ্বের আলী বলেন, আমরা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরী অবসর এর সুপারিশে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র ত্রাণ ও কল্যাণ তহবিলে আবেদন করেছিলাম। আজ এক লক্ষ টাকার চেক হাতে পেয়েছি আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও গোলাম মাহফুজ চৌধুরী অবসর এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রতিটি জেলায় এমন একজন নেতা থাকা প্রয়োজন সত্যিই অবসর গরিবের বন্ধু।

এসময় উপস্থিত ছিলেন, জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক সুমন কুমার সাহা, আ.ন.ম শওকত তালুকদার লজিক, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মাহমুদ হোসেন হিমু, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক কে.এম. শহিদ ইকবাল সধুু, সদস্য গোলাম মস্তফা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক রমজান আলী, ভাদসা ইউপি চেয়ারম্যান স্বাধীন, অবসর চৌধুরীর সহধর্মিণী কামরুন্নাহার শিমুল, সহ বিভিন্ন পর্যায়ের দলীয় নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দরা।

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ