নিরেন দাস,জয়পুরহাট প্রতিনিধিঃ-
জয়পুুরহাটে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩১ কেজি গাঁজাসহ মো.ইমরান হোসেন ওরফে সুজি (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জয়পুরহাট র্যাব-৫ এর ক্যাম্পের সদস্যরা। রোববার (০২ রা মে) দুপুরে জয়পুুরহাট সদর উপজেলার দোগাছী ইউনিয়ন এর পাইকরতলি গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ী হলেন,জয়পুুরহাট সদর উপজেলার পাইকর দাড়িয়া এলাকার মৃত নুরুল ইসলাম এর ছেলে মো.ইমরান হোসেন ওরফে সুজি।
জয়পুুরহাট র্যাব-৫ ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে আটককের বিষয়টি নিশ্চিত করে জানানো হয়। র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানী উপ-অধিনায়ক সহকারি পুলিশ সুপার মো. মাসুদ রানা এবং কোম্পানী উপ-অধিনায়ক সহকারি পুলিশ সুপার মো.আমিনুল ইসলাম এর নেতৃত্বে রোববার দুপুরে গোপন সংবাদের ভিক্তিতে ক্যাম্পের একটি আভিযানিক দল দোগাছি ইউনিয়ন এর পাইকরতলি গ্রামের মো.সামসুল আলম (সুমন) এর মেসার্স এসএম পোল্ট্রি ফিড দোকান এর উত্তরে মঙ্গলবাড়ি টু জয়পুরহাটগামী পাঁকা রাস্তার উপর গোপন সংবাদের ভিক্তিতে অভিযান চালিয়ে ৩১ কেজি গাঁজা ও একটি মোটরসাইকেলসহ মাদক ব্যবসায়ী মো.ইমরান হোসেন ওরফে সুজি কে হাতেনাতে আটক করা হয়।
আরো জানানো হয় আটককের পর র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত ধৃত আসামী স্বীকার করেছে যে সে দীর্ঘদিন যাবৎ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা অবৈধভাবে সংগ্রহ করে জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল।
পরবর্তীতে ধৃত মাদক ব্যবসায়ী মো.ইমরান হোসেন ওরফে সুজি’র বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে একটি মামলা দায়ের করা হয়।
Leave a Reply