আজ ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

ক্ষেতলালে গাছের সাথে সিএনজি’র ধাক্কায় এক ব্যবসায়ীর মৃত্যু-দৈনিক বাংলার নিউজ

নিরেন দাস,জয়পুুরহাট জেলা প্রতিনিধিঃ-

জয়পুরহাটের ক্ষেতলালে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে সিএনজি’র ধাক্কা লেগে আব্দুস সামাদ (৫০) নামে এক সুপারি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ ই মে) জেলার সকালে ক্ষেতলাল উপজেলার মধুপুকুর বাজার এলাকায় মোলামগাড়ীহাট-দুপচাঁচিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) রওশন ইয়াজদানী এ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত আব্দুস সামাদ কালাই উপজেলার বামন গ্রামের মৃত ফজির উদ্দিনের ছেলে।

এবিষয়ে ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) রওশন ইয়াজদানী বলেন, সুপারি ব্যবসায়ী সামাদ সিএনজিতে করে দুই বস্তা সুপারি নিয়ে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার ধাপেরহাট বাজারে হাট করার উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে মধুপুকুর বাজার এলাকায় একটি বাইসাইকেল আরোহী বে- খেয়ালে রাস্তা পার হচ্ছিলেন।এসময় সিএনজি চালক বাইসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে সে নিজেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে পাশের একটি গাছের সাথে ধাক্কা লেগে সিএনজিটি উল্টে যায়।

এতে সুপারি ব্যবসায়ী আব্দুস সামাদ এবং সিএনজি চালক গুরুতর আহত হন। দুর্ঘটনাটি দেখে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ব্যবসায়ী আব্দুস সামাদকে মৃত ঘোষণা করেন এবং সিএনজি চালক প্রাথমিক চিকিৎসা নিয়ে বর্তমানে সুস্থ আছেন বলেও ওসি জানান।

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ