শিবগঞ্জ,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের সুনামধন্য একটি স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিশ্বাস স্বেচ্ছাসেবী সংস্থা’র ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বৃহষ্পতিবার বিকেলে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও স্বেচ্ছায় রক্তদাতাদের সংবর্ধনা দেয়া হয়।
আলোচনা সভায় ‘বিশ্বাস স্বেচ্ছাসেবী সংস্থা’র প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ রজব আলীর সভাপতিত্বে অতিথির বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের শিশু বিশেষজ্ঞ মেডিকেল অফিসার ডাঃ দেলোয়ার হোসেইন, রাজনীতিবিদ প্রভাষক সেফাউল মুলক, সমাজ সেবক হাবিবুল্লাহ, প্রভাষক গোলাম মাসুম, কানসাট যুব উন্নয়ন সংস্থার সভাপতি ও সাংবাদিক মোহাঃ ইমরান আলী, পুখুরিয়া মহিলা কলেজের প্রভাষক সোলেমান আলী জনি, গৌড় শিবগঞ্জ ম্যাংগোসিটির পরিচালক আলমগীর জয়, চাঁপাইনবাবগঞ্জ স্বেচ্ছাসেবী এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সিরাজী, নবীব সাংবাদিক মোসাঃ শামসুন্নাহার সোহানা প্রমূখ।
এছাড়া অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, ‘বিশ্বাস স্বেচ্ছাসেবী সংস্থা’র সাবেক সাধারণ সম্পাদক পার্থ সাহা, ব্লাড ইউনিটের সভাপতি আব্দুল মোমিন, সাধারণ সম্পাদক আব্দুল আলিম প্রমূখ।
আলোচনা শেষে সংগঠনের স্বেচ্ছায় সর্বোচ্চ রক্তাদাতা, স্থানীয় সাংবাদিক, বিভিন্ন সহযোগি সংগঠনকে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা।
Leave a Reply