আজ ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

জয়পুরহাটে র‍্যাব সেনাবাহিনী ও ভুয়া সিআইডি র‍্যাবের হাতে আটক-দৈনিক বাংলার নিউজ

নিরেন দাস,জয়পুরহাট প্রতিনিধিঃ-

জয়পুরহাটের খঞ্জনপুরে চৌরাস্তা সংলগ্ন এলাকা থেকে র‍্যাব সেনাবাহিনী ও সিআইডির ভুয়া আইডির কার্ডসহ আলমগীর হোসেন (৫০) নামে এক প্রতারককে আটক করেছে জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের সদস্যরা।

আটককৃত প্রতারক আলমগীর জয়পুরহাট সদর উপজেলার সওদাহরপাড়ার মৃত.সওদাগর শেখের ছেলে।

র‍্যাব-৫ সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,গোয়েন্দা তথ্যের ভিক্তিতে জয়পুুরহাট র‍্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর হাসান মাহমুদ,কোম্পানী উপ-অধিনায়ক সহকারি পুলিশ সুপার মো. মাসুদ রানা এবং কোম্পানী উপ-অধিনায়ক সহকারি পুলিশ সুপার মো.আমিনুল ইসলাম এর নেতৃত্বে সদর উপজেলার খঞ্জনপুরে অভিযান চালিয়ে অভিযুক্ত আলমগীর হোসেন কে আটক করা হয়।

র‍্যাব আরও জানায় আটক আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন সময় র‍্যাব,সিআইডি,পুলিশ ও সাবেক সেনাবাহিনীর পরিচয় দিয়ে মানুষকে ভয় দেখিয়ে আসছিলেন এমনকি সে সরকারি চাকুরি, বিদেশ পাঠানো,পাওনা টাকা আদায় করে দেয়ার নামে মানুষের সাথে প্রতারণা করে মোটা অংকের টাকা আদায় করতো এমন অভিযোগের ভিত্তিতে শুক্রবার (০৬ মে) ভোর রাতে র‍্যাব অভিযান চালিয়ে তাকে আটক করে।

এসময় তার কাছ থেকে একটি সেনাবাহিনীর ও একটি সিআইডির ভুয়া আইডি কার্ড এবং র‍্যাবের পোশাক পরিহিত দুইকপি পার্সপোর্ট সাইজের ছবি,দুটি চেকের পাতা,একটি মোটরসাইকেলসহ নগদ ৭ হাজার ৬ শত টাকা উদ্ধার করা হয়। পরে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ