আজ ৯ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ২৪শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

নোয়াখালীতে ট্রাক সিএনজি সংঘর্ষে নিহত ২,আহত ৩-দৈনিক বাংলার নিউজ

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীতে ট্রাক চাপায় ২ সিএনজি চালিত অটোরিকশার যাত্রী নিহত হয়েছে । এ ঘটনায় আরো তিনজন সিএনজি যাত্রী গুরুত্বর আহত হয়েছে।

নিহতরা হলো সবুজ (৪৫) ও জুবাইদা (৫০)। তাঁরা ২জনই সুবর্ণচর উপজেলার বাসিন্দা বলে জানা যায়।

বৃহস্পতিবার (৫ মে) রাত ৮টার দিকে সদর উপজেলার হেরাঙ্গি বাজার এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে সুধারাম থানার পরিদর্শক (তদন্ত) মোঃ জাকির হোসেন।

স্থানীয়রা জানায়, সুবর্ণচর উপজেলার বাসিন্দা সবুজ মিয়ার (৪৫) মেয়ে বিয়ের তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৭ মে। পরিবারের সিন্ধান্ত অনুযায়ী সে বৃহস্পতিবার দুপুরের দিকে মেয়ের বিয়ের বাজার করতে যায় জেলা শহর মাইজদীতে।

বাজার শেষে বিয়ের অনুষ্ঠানের বাজার নিয়ে মাইজদী থেকে সুবর্ণচর উপজেলায় চরবাটা ইউপি’র তোতার বাজার এলাকায় বাড়ি ফেরার উদ্দেশ্য রওয়া হওয়ার হয় সিএনজি করে। হেরাঙ্গি বাজার পৌঁছলে পেছনের দিক থেকে একটি ট্রাক সিএনজিকে চাপা দিলে সবুজ (৪৫) ও সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নের মধ্য চরবাটা গ্রামের মোঃ আব্দুল্লার সহধর্মিণী জুবাইদা (৫০) ঘটনাস্থলে মারা যায়।নিহতদের পরিবারে চলছে শোকের মাতন।

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ