আজ ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

জয়পুুরহাটের ক্ষেতলালে কেপিপিএল ক্রিকেট ফাইনালে বিজয়ী দুরন্ত আঠারো-দৈনিক বাংলার নিউজ

নিরেন দাস,জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাটের ক্ষেতলালে কেপিপিএল টি-টেন ক্রিকেট ম্যাচ (সিজন-৪) এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকাল সাড়ে ৩ টায় ক্ষেতলাল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ৫ উইকেটে বিজয়ী হোন দূরন্ত আঠারো দল।

শনিবার(০৭ ই মে) বিকাল সাড়ে ৩ টায় ক্ষেতলাল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে অনুষ্ঠিত কেপিপিএল টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় অংশ নেন সেভেন্টিন থান্ডার্স ও দূরন্ত আঠারো একাদশ।

গত বুধবার ঈদের পরদিন ১৮টি দলের অংশগ্রহণে শুরু হয়েছিল কেপিপিএল টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট।শনিবার ফাইনাল ম্যাচে প্রথমে টসে জিতে সেভেন্টিন থান্ডার্স দল বাটিংয়ে নেমে নির্ধারিত ১০ ওভার শেষে ৮৭ রান করেন। ৮৮ রানের জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ১০ ওভারের ২ বল বাকি থাকতে ৫ উইকেট হারিয়ে ৮৮ রান সংগ্রহ করে বিজয়ী হোন দুরন্ত আঠারো দল।

খেলা শেষে বিজয়ী দলকে ট্রফি ও ১২ হাজার টাকার চেক এবং রানার্স আপ দলকে ট্রফি ও ৮ হাজার টাকার চেক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও ক্ষেতলাল উপজেলা আ”লীগের সাবেক(ভারপ্রাপ্ত) সভাপতি,আসন্ন ক্ষেতলাল পৌরসভা নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী সম্ভব্য মেয়র পদপ্রার্থী আব্দুল মজিদ মোল্লা।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন
দেশকে মাদকমুক্ত ও সমাজকে অবক্ষয় থেকে রক্ষা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তরুণ প্রজন্মকে মাদকাসক্তি, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের আসক্তি থেকে দূরে রাখতে সবাইকে খেলাধুলায় আরও বেশি করে সম্পৃক্ত করার আহ্বান জানান তিনি।

এসময় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে জয়পুরহাট জেলা ছাত্র লীগের সাংগঠনিক সম্পাদক ও কেপিপিএল চেয়ারম্যান আরিফুর রহমান রিয়াদ এর সভাপতিত্বে, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,ক্ষেতলাল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজের (ভারপ্রাপ্ত)অধ্যক্ষ এ্যামেলী আক্তার বানু, আলমপুর ইউনিয়ন আ” লীগের দপ্তর সম্পাদক রাজিবুল ইসলাম রাজু, উপজেলা সেচ্ছাসেবক লীগ সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা বণিক সমিতির সাধারণ সম্পাদক এস এম তুহিন।

এছাড়া কেপিপিএল এর ভাইস চেয়ারম্যান ইমতিয়ার আহমেদ তালুকদার ফিফার সঞ্চালনায়
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,জেলা আ”লীগের সাবেক সদস্য আনোয়ার হোসেন, প্রভাষক ও সাংবাদিক আখতারুজ্জামান তালুকদার, শিক্ষক ও সাংবাদিক আজিজার রহমান, উপজেলা যুব লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক গোলাম মস্তফা (রায়হান) মাষ্টার, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জুল আরশ শুভ, ব্যবসায়ি লিটন তালুকদার, সাংবাদিক হাসান আলী, এস এম মিলন,শাহিনুর ইসলাম শাহীন আমানুল্লাহ আমান প্রমুখ।

কেপিপিএল টি-টেন ক্রিকেট ম্যাচ (সিজন-৪) এর সমন্বয়কারী ছিলেন এ্যাডভোকেট এস এম মোরশেদ ও উপজেলা যুব লীগের সহ-সভাপতি আবু মূসা কিং। ধারা বিবরণীতে ছিলেন এস এম শওকত ও বোরহানুল আরেফিন বাঁধন।

টুর্নামেন্টে ম্যান অফ দ্যা মার্চ পুরস্কার পান সেভেন্টিন থান্ডার্স দলের আবু তাহের সেতু ও ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার পান বিজয়ী দল দুরন্ত আঠার দলের আকাশ।

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com