আজ ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

জয়পুরহাট র‍্যাব-৫ এর দিনব্যাপী অভিযানে দুই মাদক ব্যবসায়ী ও এক অপহরণসহ হত্যা মামলার আসামী আটক

নিরেন দাস,জয়পুুরহাট প্রতিনিধিঃ-

র‍্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক সহকারি পুলিশ সুপার মো.মাসুদ রানা এবং কোম্পানী উপ-অধিনায়ক সহকারি পুলিশ সুপার মো.আমিনুল ইসলাম এর নেতৃত্বে কালাই পৌর সদরের ৩ নং ওয়ার্ডের কলেজপাড়া গ্রামে অভিযান চালিয়ে ৩ শত ৮৬ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ উপজেলার হারুনজা গ্রামের মৃত. তোজাম্মেল হোসেনের ছেলে মো.মোফাজ্জল হোসেন (৩৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব সদস্যরা।

র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত ধৃত আসামী স্বীকার করেছে সে দীর্ঘদিন যাবৎ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট অবৈধভাবে সংগ্রহ করে জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় উঠতি বয়সী যুবক, মাদকসেবী এবং মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল।

পরবর্তীতে ধৃত আসামীর বিরুদ্ধে কালাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুসারে একটি মামলা দায়ের করা হয়েছে।

অপরদিকে আর একটি আভিযানিক দল জয়পুুরহাট পৌর সদরের ১ নং ওয়ার্ডের তাজুরমোড় হতে বেল আমলা গামী পাকা রাস্তার সংলগ্ন সুগার মিল কাশিয়াবাড়ী কালী মন্দিরের সামনে অভিযান চালিয়ে পৌর সদরের বিশ্বাসপাড়ার বান্ধা বটগাছ এলাকার মৃত. মোকলেছার কাজীর ছেলে কাজী মাসুদ (৫৮)নামে এক মাদক ব্যবসায়ীকে ১০৫ লিটার চোলাই মদসহ আটক করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ী র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে সে দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য চোলাই মদ অবৈধভাবে সংগ্রহ করে জয়পুরহাট জেলার বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল।

পরবর্তীতে আটককৃত আসামীর বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুসারে একটি মামলা দায়ের করা হয়েছে।

এবং জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের আর একটি আভিযানিক দল সদর উপজেলার দক্ষিণ জামালপুর দুদিয়াপাড়া এলাকা থেকে জয়পুরহাট থানার মামলা নং-১৬(৫)২২,তারিখ ০৮/০৫/২০২২ খ্রিঃ, ধারা-১৪৩/ ৩৪১/৩৬৫/৩৪২/৩২৩/৩২৬/৩০৭/৩৭৯/১১৪ পেনাল কোড ১৮৬০ ধারা মামলার এজাহারভুক্ত জামালপুর চারমাথা এলাকার মিন্টু সরকারের ছেলে মো.রনতু (৩২) সরকার কে আটক করেছে র‍্যাব সদস্যরা।

পরবর্তীতে আটককৃত আসামীকে জয়পুরহাট সদর থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে বলে দিনব্যাপী জয়পুুরহাট র‍্যাব ক্যাম্পের এ অভিযানের বিষয়টি প্রেস বিজ্ঞপ্তিতর মাধ্যমে নিশ্চিত করেছেন জয়পুরহাট র‍্যাব-৫,ক্যাম্পের কোম্পানী অধিনায়ক সহকারি পুলিশ সুপার মো.মাসুদ রানা।

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com