আহসান হাবীব রনি
র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা ৯ মে রাত দেড়টার দিকে ৩৭ বোতল বিদেশী মদসহ গ্রেফতার করে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের কালিগঞ্জ এলাকার মৃত কালু মন্ডলের ছেলে ১। মো. সইবুর আলী (৪০)। গভীর রাতে এই অভিযানে নেতৃত্ব দেন কোম্পানী অধিনায়ক রুহ-ফি-তাহমিন তৌকির। র্যাবের প্রেসনোটে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল ৯ এপ্রিল রাত দেড়টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার বিনোদপুর ইউনিয়নের কালীগঞ্জ সুজাপুর গ্রামের সইবুর আলীর বসত বাড়ীর পিছনে হলুদ ক্ষেতে মাদক বিরোধী অভিযান চালায়। এ সময় ৩৭ বোতল বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী মোঃ সইবুর আলী কে হাতেনাতে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ বিদেশী মদসহ বিভিন্ন মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। এঘটনায় জেলার শিবগঞ্জ থানায় মামলা হয়েছে।
Leave a Reply