আজ ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ৮ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

জয়পুরহাটে ডিবি’র অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক-দৈনিক বাংলার নিউজ

নিরেন দাস,জয়পুরহাট প্রতিনিধিঃ-
জেলা গোয়েন্দা শাখা (ডিবিপুলিশ) জয়পুরহাটে অভিযান চালিয়ে হেরোইন,আমদানি নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে (ডিবিপুলিশ)। সোমবার দিবাগত রাতে জয়পুরহাট পৌর শহরের আরাম নগর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন,জয়পুরহাট পৌর শহরের আরাম নগর এলাকার মো. সাইদুর হোসেনের ছেলে লিটন হোসেন (৩৬) ও বিশ্বাস পাড়া এলাকার হামিদ বিশ্বাস এর ছেলে আবু বক্কর(২০)।

আটককের বিষয়টি নিশ্চিত করে জয়পুরহাট গোয়েন্দা শাখা (ডিবিপুলিশ) এর অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ আল মামুন জানান, লিটন ও আবু বক্কর দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশলে শহরে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। তারা পৌর শহরের আরাম নগর এলাকায় মাদকের বেচাকেনা করছে। এমন গোপন সংবাদ ডিবিপুলিশের কাছে আসলে উক্ত সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে ১ শত পিস আমদানি নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেট ও ২৫ গ্রাম হেরোইনসহ তাদের দুইজনকেই হাতেনাতে আটক করা হয়।
ওসি শাহেদ আল মামুন আরও জানান, হেরোইন এবং নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেট অবৈধভাবে সংগ্রহ করে জেলার বিভিন্ন এলাকায় মাদকসেবী ও মাদক কারবারিদের নিকট সরবরাহ করে আসছিল। পরে তাদের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ