আজ ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

নিয়ামতপুরে ৪০দিনের ইজিপিপি কাজের উদ্বোধন-দৈনিক বাংলার নিউজ

স্টাফ রিপোর্টার মোঃ রুহুল আমিন শেখ
নওগাঁর নিয়ামতপুরে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি পর্যায়-২) কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টার দিকে উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের শালবাড়ি গ্রাম থেকে শশ্মান পর্যন্ত এ কাজের প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ। এ সময় উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, শ্রীমন্তপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম, ইউপি সদস্য আনিছার, শাহীন, সেন্টু, মর্জিনা, কার্য্য সহকারী মোর্শেদ প্রমূখ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ২০২১-২২ অর্থবছরে উপজেলায় ২ হাজার ৪শ ৩৫ জন অতিদরিদ্র মানুষ (ইজিপিপি-২) এর আওতায় এসেছে। দৈনিক ৪০০ টাকা হারে মজুরি পাবে শ্রমিক।
উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ বলেন, বর্তমান সরকার অতিদরিদ্রদের কথা চিন্তা করে কাজের পরিধি বিস্তৃতি করেছে। মাথাপিছু ১৭৫ টাকা থেকে ৪০০ টাকা নির্ধারণ করেছে। সকলকে দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ