আজ ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

জয়পুরহাটে জেলা প্রশাসককে হাসপাতালের তত্ত্বাবধায়কের অপসারণের দাবীতে বিক্ষোভ মিছিল-দৈনিক বাংলার নিউজ

নিরেন দাস,জয়পুরহাট প্রতিনিধিঃ-

জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এ্যাড.সামছুল আলম দুদু’কে অবমাননার প্রতিবাদে জেলা প্রশাসক ও জয়পুরহাট আধুনিক হাসপাতালের তত্ত্বাবধায়ক অপসারণ দাবীতে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামীলীগের নেতা-কর্মীরা।

বুধবার (১১ ই মে) দুপুরে শহরের শহীদ ডাঃ আবুল কাশেম ময়দান থেকে এক বিক্ষোভ মিছিল বের করে
শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে চত্বরে পৌঁছালে পুলিশের বাধায় মিছিটি ফিরে নিয়ে যায় নেতাকর্মীরা।এসময় উপস্থিত ছিলেন,
জেলা আওয়ামীলীগের ত্রান ও পূর্নবাসন সম্পাদক মাহমুদ হোসেন হিমুসহ তৃণমূলের নেতাকর্মীরা।

উল্লেখ্য যে, গত মঙ্গলবার জয়পুরহাট আধুনিক হাসপাতালে কিডনি ডায়ালাইসিস সেন্টার ও আইসিও ইউনিট উদ্ভোধন কালে জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও হাসপাতালের সভাপতি এ্যাড.সামসুল আলম দুদু’কে আমন্ত্রণ না দেওয়ার প্রতিবাদে জেলা প্রশাসক ও হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরূদ্ধে নেতাকর্মীরা ব্যার্থ ডিসির অপসারণ করতে হবে করতে হবে ও
তত্ত্বাবধায়কের গালে গালে জুতা মারো তালে তালে, এমন স্লোগান দিয়ে বিভিন্ন ব্যানার,ফেষ্টুন,হাতে নিয়ে রাস্তায় বিক্ষোপ মিছিল করে আওয়ামীলীগের বিভিন্ন
পর্যায়ের নেতাকর্মীরা।

এ ব্যাপারে জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম সাংবাদিকদের জানান, আমি হাসপাতালে অতিথি ছিলাম। আয়োজন করেছিলো হাসপাতাল কতৃপক্ষ
এটি তাদের বিষয়।

পরে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে তত্ত্ববধায়ক ডাঃ সরদার রাশেদ মোবারক
জুয়েল বলেন, আমি হাসপাতালের সভাপতি ও এমপি সাহেব’কে আমি দাওয়াত দিয়েছি কিন্তু তাদের রাজনৈতিক অভ্যন্তরীন কন্দোলের কারণে তারা এক গ্রুপ আরেক গ্রুপ আসেনি।এতে আমাদের কি করনীয়।

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ