আজ ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

চকপাড়া সীমান্তে আসামীসহ হেরোইন আটক-দৈনিক বাংলার নিউজ

মোঃ সেতাউর রহমান, চাঁপাইনবাবগঞ্জঃ
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্তে নিজস্ব তথ্যের ভিত্তিতে ২০ আগস্ট আনুমানিক ভোর ৫ ঘটিকায় চকপাড়া বিওপির হাবিলদার মোঃ ফিরোজ আহমেদ এর নেতৃত্বে টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ১৮৪ মেইন হতে আনুমানিক ১.৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে নলডুবরী (শান্তিমোড়) নামক স্থানে অভিযান পরিচালনা করা হয়। এসময় ২.৪২০ কেজি হেরোইনসহ শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের নলডুবরী শান্তিপুর গ্রামের তৈয়মুর এর ছেলে মোঃ মিজানুর রহমান (২৭) কে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয় বিজিবির জোয়ানরা।
আটককৃত হেরোইনসহ ধৃত আসামীর ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
এ ব্যাপারে রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, চোরাকারবারীরা যাতে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে সেই লক্ষে সীমান্তে টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং ব্যাটালিয়ন সদর দপ্তর হতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ