আজ ৯ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ২৪শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

নিয়ামতপুরে বিদ্যালয়ের গাছ কাটলেন প্রধান শিক্ষক-দৈনিক বাংলার নিউজ

 

নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি মো: দেলোয়ার হোসেন

নওগাঁর নিয়ামতপুর উপজেলার আসনদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০ বছরের পুরানো একটি গাছ কাটার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক ও সভাপতির বিরুদ্ধে। এ নিয়ে এলাকার বাসিন্দারা হতাশা প্রকাশ করেছেন এবং কি কারণে গাছ কাটা হচ্ছে তা নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা।
সরোজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার ভাবিচা ইউনিয়নের আসনদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০ বছরের পুরানো গাছ কাটছেন কিছু মানুষ। স্হানীয়রা নাম না প্রকাশ করার শর্তে কয়েকজন বলেন, কি কারণে গাছ কাটছে আমরা জানি না। তবে এতো পুরানো শিশু গাছ স্কুলের বাচ্চাদের আলো বাতাসের খোরাক জোটাতে সহায়তা করতো।
বিষয়টি নিয়ে স্কুলের প্রধান শিক্ষক মাইনুল ইসলামের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, স্কুলের শহীদ মিনার নির্মানের জন্য গাছটি কাটা হয়েছে। অথচ শহীদ মিনার নির্মাণের জন্য যথেষ্ট পরিমাণ জায়গা ছিল বিদ্যালয়ের সামনে।
স্কুল সভাপতি বদরুদ্দোজা বলেন, স্কুলের কিছু টাকার প্রয়োজন ছিল, স্কুল সংলগ জায়গা কেনার জন্য তাছাড়া ওই জায়গাটি শহীদ মিনার নির্মাণের জন্য অনুমতি নেওয়া হয়েছে। এ বিষয়ে শিক্ষা অফিসার শহিদুল আলম বলেন, বিষয়টি আমার জানা নেই। গুরুত্ব সহকারে বিষয়টি দেখা হবে।

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ