আজ ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

এক কেজি ২৬গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতারে র‍্যাব-৫-দৈনিক বাংলার নিউজ

মোঃ ফাহিম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জঃ

কোম্পানি কমান্ডারের কার্যালয় সিপিসি ১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র‍্যাব-৫  রাজশাহী কর্তৃক ১কেজি ২৬ গ্রাম হেরোইনসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। সিপিসি ১ চাঁপাইনবাবগঞ্জ র‍্যাব ক্যাম্পে কোম্পানি কমান্ডার রুহ-ফি তামিম তৌকির বৃহস্পতিবার ২৫ মে রাতে বিশেষ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য গণমাধ্যমকে জানায়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
এরই ধারাবাহিকতায় সিপিসি ১ চাঁপাই নবাবগঞ্জ ক্যাম্প র‍্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল বৃহস্পতিবার ২৫ মে সন্ধ্যায় বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার আওতাধীন চর বাগডাঙ্গা ইউনিয়নের ল্যাংড়ার মোড়ের জনৈক মোঃ মনিরুল ইসলামের ছেলে মোঃ তারেক রহমানের ঔষধের দোকান ঘরের সম্মূখে অবস্থান নেয়।
চন্দ্র নারায়ণপুর হতে চরবাগডাঙ্গাগামী পাকা রাস্তার উপর কোম্পানি উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে একটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। র‍্যাবের নিকট তথ্য ছিলো এ রাস্তা ধরে জনৈক ব্যাক্তির মাদক পাচারের, তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়।
আটককৃত ব্যাক্তি জলো চাঁপাই- নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন মৃত আজহার আলী ও মৃত সখিনা দম্পতির ছেলে মোহাম্মদ জিয়াকুর (৫০)। আটকের সময় তাকে হাতেনাতে এক কেজি ২৬ গ্রাম হেরোইনসহ গ্রেফতারের খবরটি বৃহস্পতিবার রাতেই প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করে র‍্যাব।
তল্লাশি করে তার কাছ থেকে ১০টি প্যাকেটজাত হেরোইন ও একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করে র‍্যাব সদস্যরা।
পরে এই ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় একটি মাদক মামলা রুজু করা হয় বলে নিশ্চিত করে র‍্যাব।

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ