চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ উপলক্ষে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ এবং বাংলা রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে রাজশাহী বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে ভোলাহাট উপজেলা জামবাড়ীয়া ডিগ্রি কলেজের মেধাবী শিক্ষার্থী ও শিবগঞ্জ উপজেলা দাইপুকুরিয়া ইউনিয়নের কাশিয়াড়ি গ্রামের ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এ কে এম আজমল হক বাদশার সন্তান এ কে এম আবরার নাদিম ।
শুক্রবার (২৭মে) মাধ্যমিক ও উচ্চশিক্ষা রাজশাহী অঞ্চলের আয়োজনে রাজশাহী শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান সরকারি ডিগ্রি বিদ্যালয়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম নির্বাচিত হয়েছে আবরার নাদিম ।তিনি বিভাগীয় পর্যায়ে প্রথম হওয়ায় এখন জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করবে।
আবরার নাদিম সকলের কাছে দোয়া চেয়েছেন, যেন আরও ভাল কিছু করতে পারে।
Leave a Reply