শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকান্ড তৃণমূল পর্যায়ের কাছে তুলে ধরতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে বিশিষ্ট ব্যবসায়ী মাইনুল ইসলামের আয়োজনে বাগবাড়ি ফুটবল মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম। এ সময় তিনি সরকারের বিভিন্ন ধারাবাহিক উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন। এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামীলীগ সহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
Leave a Reply